Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

ঘটনাবহুল প্রথম সেশন, ফের হতাশ করলেন রোহিত 

Updated : 17 Dec, 2024 9:04 PM
AE: Hasibul Molla
VO: Subhangi Molla
Edit: Dipa Naskar

কলকাতা: চতুর্থ দিনের প্রথম সেশন একেবারে ঘটনাবহুল। কী না হল? দিনের প্রথম বলে কে এল রাহুলের (KL Rahul) সহজ ক্যাচ ফস্কালেন স্টিভ স্মিথ (Steve Smith)। তিনিই আবার অবিশ্বাস্য ক্যাচ ধরে রাহুলকে ফেরালেন। রোহিত শর্মা (Rohit Sharma) তাঁর সাম্প্রতিক অভ্যাস মতো স্কোরারদের বেশি কষ্ট না দিয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ব্যাট হাতে ভারতকে ফলো অন থেকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

চতুর্থ দিন লাঞ্চ পর্যন্ত ভারত ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান করেছে। রাহুল দলের বাকি ব্যাটারদের চোখে আঙুল দিয়ে দেখালেন শৃঙ্খলা, মনোসংযোগ কাকে বলে। দিনের প্রথম বলটায় খোঁচা দিয়ে ফেলেছিলেন, কিন্তু স্মিথ স্লিপে লোপ্পা ক্যাচ ফেলে দিলেন। রাহুল তখন ৩৩ রানে খেলছেন। তারপর অবিশ্বাস্য ক্যাচে যখন রাহুল ফিরলেন, তখন ৮৪ করে ফেলেছেন। তবে সেঞ্চুরি প্রাপ্য ছিল তাঁর।

অধিনায়ক রোহিত শর্মার কী প্রাপ্য তা তিনিই ভালো বুঝবেন। প্যাট কামিন্সের (Pat Cummins) যে বলে আউট হলেন তাতে শট খেলার দরকারই ছিল না। শরীর থেকে দূরে ড্রাইভ করতে গিয়ে খোঁচা দিলেন, নড়ল না সামনের পা। চেতেশ্বর পুজারা বলে দিলেন, রোহিতের সমস্যাটা মানসিক। বিরাট কোহলির ক্ষেত্রেও একই কথা বলেছিলেন তিনি।

ফলো অন বাঁচাতে এখনও ৭৯ রান চাই ভারতের। জাদেজা (অপরাজিত ৪১) এবং নীতীশ কুমার রেড্ডি কতদূর টানতে পারেন সেটাই দেখার। এদিন প্রথম সেশনের খেলায় বৃষ্টি বাগড়া দিয়েছে একবারই। তবে পূর্বাভাস অনুযায়ী আবারও বিঘ্ন ঘটতে পারে, বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুতেরও পূর্বাভাস আছে।