
Junior NTR: অস্কার ২০২৩-এর ‘হটেস্ট’ কন্টেনডার জুনিয়ার এনটিআর জানাল ইউএসএ টুডে
নয়াদিল্লি: বিশ্ব দরবারে গোল্ডেন গ্লোব (Golden Globe) ও ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডের (Critics Choice Award) মতো একের পর এক যত সম্মান পেয়েছে প্যান ইন্ডিয়ান ফিল্ম (pan-Indian film) আরআরআর (RRR), তত বেশি জনপ্রিয় হয়েছেন ছবির লিড অ্যাক্টর(lead actor) জুনিয়ার এনটিআর (NTR Jr)। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির (South Film Industry) গণ্ডি পেরিয়ে এবার বিশ্ব দরবারে খ্যাতির কেন্দ্রবিন্দুতে (Global Limelight) এখন টলিউডের (Tollywood) এই সুপারস্টার (Superstar)। এবার অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ প্রথম সারির আমেরিকান ওয়েবসাইট (American Website) ইউএসএ টুডে (USA Today)। রাজামৌলির (S.S. Rajamouli) ব্লক বাস্টার ছবি আরআরআরে জুনিয়ার এনটিআরের দুর্ধর্ষ অভিনয়ের জন্য অস্কার ২০২৩ এর ‘হটেস্ট’ কন্টেন্ডারদের (Hottest Contenders) একজন বা সেরা প্রতিযোগীদের একজন বলে শর্টলিস্ট করেছে অভিনেতার নাম।
পুরো খবর শুনুন পডকা’য়