Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

2000 Rupee Note Exchange | আজ থেকে শুরু ২০০০ টাকার নোট বদল, ব্যাঙ্কে কীভাবে জমা দেবেন?

Updated : 23 May, 2023 4:36 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Monojit Malakar

নয়াদিল্লি: মঙ্গলবার থেকে ব্যাঙ্কে (Bank) ২০০০ টাকার নোট বদলানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। গত শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) ২০০০ টাকার সমস্ত নোট (2000 Rupees Note) বাতিল করার কথা ঘোষণা করেছে। আরবিআই (RBI) জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের পরে ২০০০ হাজার টাকার নোটটি সরিয়ে নেওয়া হবে। ২৩ মে থেকে ২০০০ টাকার নোট ব্যাঙ্কের গিয়ে জমা করা যাবে। তার বদলে অন্য টাকা নেওয়া যাবে।

পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্যাঙ্কের মোট ৯০০০ শাখা এবং আরবিআই-এর আঞ্চলিক শাখায় ২০০০ টাকার নোট বদলানো যাবে। সর্বাধিক ১০টি করে ২০০০ টাকার নোট বদলানো যাবে ব্যাঙ্কে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ সমস্ত ব্যাঙ্কেই নোট বদলের জন্য কোনও নথির প্রয়োজন নেই বলে জানিয়েছে আরবিআই। ব্যাঙ্কে খুব ভিড় হলে, প্রয়োজনে ২০০০ টাকার নোট বদলের জন্য পৃথক কাউন্টার খোলা যেতে পারে। তবে তা প্রয়োজনের ভিত্তিতেই খোলা হবে বলে জানানো হয়েছে। আরবিআই-র নির্দেশিকা অনুযায়ী, নাগরিকদের অ্য়াকাউন্ট নেই এমন কোনও ব্যাঙ্ক থেকেও ২০০০ টাকার নোট এক্সচেঞ্জ করতে পারেন নাগরিকরা। 

কেউ যদি ২০০০ টাকার নোট বদল না করে তা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে চান, তাহলে তার ওপর কোনও বাধ্যবাধকতা নেই। যত ইচ্ছে তত পরিমাণ টাকা জমা করতে পারবেন আপনি। তবে সেক্ষেত্রে স্বভাবতই টাকার পরিমাণ ৫০ হাজার বা তার অধিক হলে প্যান কার্ডের যাবতীয় তথ্য ব্যাঙ্কে জমা দিতে হবে। তারপর অনায়াসে ২০০০ টাকার নোট জমা দিতে পারবেন আপনি। এতে নোট বদলের ঝামেলাও পোহাতে হবে না। শুধু মাত্র সাধারণ লাইনে দাঁড়িয়ে নিজের অ্যাকাউন্টে টাকা জমা করে দেবেন।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ২০০০ টাকার নোট যতদিন বৈধ, ততদিন কোনও দোকানদার এই নোট গ্রহণ করতে অস্বীকার করতে পারেন না। তিনি আরও বলেন, চিন্তার কোনও কারণ নেই। বাজারে থাকা সব ২০০০ টাকার নোট বদলে দেওয়ার মতো টাকা ব্যাঙ্কগুলির কাছে আছে। তাই তিনি নোট বদলের জন্য তাড়াহুড়ো করতেও বারণ করেছেন।