Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

কলকাতায় আরএসএস প্রধান মোহন ভাগবত, রাতে আসছেন নাড্ডা

Updated : 11 Aug, 2023 8:28 PM
AE: Samrat Saha
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (J P Nadda) আগে কলকাতায় এলেন আরএসএস প্রধান মোহন ভগবত (Mohan Bhagwat)। শুক্রবার চারদিনের সফরে নাগপুর থেকে কলকাতায় এসেছেন ভাগবত। সূত্রের খবর, আপাতত ১৪ অগাস্ট পর্যন্ত তাঁর কলকাতায় থাকার কথা রয়েছে তাঁর।

পাশাপাশি এদিনই রাতে কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শনিবার ও রবিবার শহরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এই দু’দিন আরএসএস প্রধান ভাগবতের কলকাতাতেই থাকার কথা। তবে শহরে এই দুই প্রধানের মধ্যে কোনও সাক্ষাৎ হবে কি না, তা এখনও জানা যায়নি। যদিও একইদিনে নাড্ডা ও আরএসএস প্রধানে ভাগবতে কলকাতায় পা রাখায়, রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। 

আরএসএস সূত্রে খবর, শুক্র ও শনিবার কলকাতায় তাদের সদর দফতর কেশব ভবনে পূর্বাঞ্চলীয় ক্ষেত্র কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে হাজির থাকবেন পশ্চিমবঙ্গ, অসম ও বিহারের নেতারা। ওই বৈঠকে লোকসভা ভোটে রাজ্যের সংগঠনকে আরও মজবুত করতে রূপরেখা তৈরি করা হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও এ বিষয়ে আরএসএসের তরফে এখনই কিছু জানানো হয়নি।