
রুবিনা দিলাইকের ঘরে জোড়া লক্ষ্মী
মুম্বই: রুবিনা দিলাইকের (Rubina Dilaik became Mother) ঘরে জোড়া লক্ষ্মী। রবিবার এল সুখবর। অভিনেত্রীর জিম প্রশিক্ষকের তরফেই রুবিনার যমজ সন্তানের মা হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। তবে বাবা-মা হওয়ার খবর এখনও নিশ্চিত করেননি রুবিনা দিলাইক কিংবা তাঁর স্বামী অভিনব শুক্লা (Abhinav Shukla)। ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেন তারকা দম্পতি রুবিনা-অভিনব। চলতি বছরের অগাস্ট মাসেই মা হওয়ার সুখবর দিয়েছিলেন টেলি অভিনেত্রী।
২০১৮ সালে অভিনবকে বিয়ে করেন রুবিনা। এরপর তাদের দুজনকে একসঙ্গে দেখা যায় ২০২০ সালের বিগ বস ১৪-তে। সেই রিয়েলিটি সিজনের ১৪ নম্বর সিজনের বিজয়ী তিনি।তার পর হিন্দি টেলিভিশনে নন ফিকশন শোয়ের অন্যতম মুখ হয়ে ওঠেন রুবিনা। বিয়ের মাস কয়েক পর থেকেই দুজনের মধ্যে মনোমানিল্য চলছিল। তিক্ততা এতটাই বেড়ে গিয়েছিল ভেবেছিলেন বিবাহবিচ্ছেদ হবে তাঁদের। তবে ‘বিগ বস্’-এর ঘরে সম্পর্কের জটিলতা কাটে রুবিনা-অভিনবের। রুবিনা দিলায়েকের জিম ট্রেনার এক্স হ্যান্ডেলে প্রথম শুভেচ্ছাবার্তা জানান। তারপরেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে সুখবর। যদিও পরে সেই টুইট মুছে ফেলেন।