Placeholder canvas
কলকাতা রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

বাজি ফাটানোর এবং পরিবহনে বিশেষ কিছু নিয়ম

Updated : 12 Nov, 2023 11:08 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

রবিবার ১২ নভেম্বর কালী পুজো এবং ১৩ নভেম্বর সারা দেশে পালিত হবে দিওয়ালি। কালী পুজো ও দিওয়ালি মানেই প্রদীপ, মোমবাতি ও আতসবাজির উৎসব। সেক্ষেত্রে পরিবেশ এবং জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে আলোর উৎসবে নিষিদ্ধ শব্দবাজি। সেই সঙ্গে বাজি নিয়ে আরোপিত একাধিক নিয়ম। যদিও শব্দ বাজির ক্ষেত্রে আগের তুলনায় ডেসিবেলের মাত্রা বাড়ানো হয়েছে , কিন্তু তাও পরিবেশ রক্ষায় বাজি নিয়ে তৈরি হয়েছে কিছু মানদণ্ড। যা না মানলেই বিপদ।

বাজি ফাটানোর সময়সীমা: কালীপুজো ও দিওয়ালিতে কলকাতা সহ রাজ্য জুড়ে বাজি ফাটানো যাবে শুধুমাত্র রাত আটটা থেকে দশটার মধ্যে। তা সে সবুজ বাজি হোক বা অন্য যেকোনো বাজি। এর বাইরে অন্য সময় বাজি ফাটানো হলে যেতে হতে পারে জেলেও। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে সবুজ বাজির নামে অন্য নিষিদ্ধ বাজি বিক্রি নিয়েও কড়া নজর পুলিশের। এছাড়াও কোনও বিক্রেতা যদি নিয়ম ভেবেগে অন্য কোথাও বাজি বিক্রি করে সেক্ষেত্রে করা পদক্ষপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।