রূপমের কণ্ঠে ‘ঝাপসা শহর’
কলকাতা: রূপমের কণ্ঠে নতুন গান ‘ঝাপসা শহর’। চালচিত্র (Chalchitra) ছবির দ্বিতীয় গান ঝাপসা শহর। শান্তি নেই শহরে, নিশ্চিন্ত ঘুম উড়েছে কলকাতাবাসীর। চারিদিকতে আতঙ্ক। এমন পরিস্থিতিতে রূপম ইসলামের (Rupam Islam) কণ্ঠে ইউটিউবে মুক্তি পেল ‘ঝাপসা শহর’। ইতিমধ্যে দর্শকদের কাছে ভালোই সাড়া জাগিয়েছে রূপমের এই গান।
আরজি করের প্রতিবাদে গর্জে উঠেছিল শহর। প্রতিবাদের সুরকে সঙ্গে নিয়ে ঝাপসা শহরের কন্ঠ দিয়েছিলেন রূপম। পরিচালক প্রতিমের কথায়, এই গান রেকর্ডের সময় রূপমের কণ্ঠে উঠে এসেছিল শহরে চলা অশান্ত পরিবেশ ও প্রতিবাদের সুর। শীতঘুম ভেঙে বারবার অন্যায়ের প্রতিবাদে জেগে উঠেছে কলকাতা। ‘চালচিত্র’-তে রহস্য-রোমাঞ্চের গল্প বলতে চলেছেন পরিচালক। ছবিতে দেখা যাবে তিন পুলিশ অফিসারের জীবন, তাঁদের কর্মপদ্ধতিকে গতিময় করতে। শহরের অন্ধকার দিকই জেগে উঠবে এই মাধ্যমে। রহস্য রোমাঞ্চে ঘেরা এই ছবিতে টোটা রায়চৌধুরী, রাইমা সেন বর্মা, অনিবার্ণ চক্রবর্তী, স্বস্তিকা দত্ত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলিউডের শান্তনু মহেশ্বরী ৷