Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

রাশিয়া ক্যান্সার ভ্যাকসিন তৈরির কাছাকাছি, মন্তব্য পুতিনের

Updated : 15 Feb, 2024 8:12 PM
AE: Samrat Saha
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

মস্কো: ক্যান্সার মারণ রোগ। এর ভ্যাকসিন তৈরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চলছে বিশ্বজুড়ে। এবার রাশিয়া দাবি করল তারা ভ্যাকসিন তৈরির শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বলেন, রাশিয়ার বিজ্ঞানীরা ক্যান্সারের (Cancer) ভ্যাকসিন (Vaccine) তৈরির কাছাকাছি এসে গিয়েছে। যা শীঘ্রই রোগীরা (Patients) পেতে পারেন। পুতিন টেলিভিশনে বলেছেন যে আমরা একটি নতুন প্রজন্মের জন্য তথাকথিত ক্যান্সারের ভ্যাকসিন তৈরির খুব কাছাকাছি চলে এসেছি। আমি আশা করি যে শীঘ্রই তা কার্যকরভাবে পৃথক থেরাপির পদ্ধতি হিসাবে ব্যবহার করা হবে। তিনি ভবিষ্যতের প্রযুক্তির উপর মস্কো ফোরামে বক্তৃতা যোগ করেন। তবে প্রস্তাবিত ভ্যাকসিনগুলি কোন ধরনের ক্যান্সারকে নির্মূল করবে বা কীভাবে তা হবে তা নির্দিষ্ট করেননি পুতিন। ইতিমধ্যে অনেক দেশ ও কোম্পানি ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে কাজ করছে।

গত বছর, ব্রিটেন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার রোগীর কাছে পৌঁছনোর লক্ষ্যে জার্মানি ভিত্তিক বায়োএনটেকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। একাধিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি পরীক্ষামূলক ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করছে। যেটি একটি মধ্য-পর্যায়ের গবেষণায় রয়েছে। তাতে দেখা গিয়েছে যে মেলানোমা – ​​সবচেয়ে মারাত্মক ত্বকের ক্যান্সার – তিন বছরের চিকিত্সার পরে মৃত্যুর সম্ভাবনা কমিয়ে দিয়েছে৷