‘স্যাম বাহাদুর’ দেখে কী বললেন শচীন তেণ্ডুলকর?
নয়াদিল্লি: শুক্রবার মুক্তি পেয়েছে ভিকি কৌশল (Vicky Kaushal) অভিনীত ছবি ‘স্যাম বাহাদুর’ (Sam Bahadur)। আর সেই ছবির বিশেষ স্ক্রিনিংয়ে হাজির ছিলেন মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)। সঙ্গে ছিলেন স্ত্রী অঞ্জলি তেণ্ডুলকরও। এরপর সোশ্যাল মিডিয়ায় এই ছবির প্রশংসা করতে ভোলেননি ক্রিকেট ঈশ্বর। ‘স্যাম বাহাদুর’ নিয়ে কী বলছেন এই ক্রিকেটার?
সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “স্যাম বাহাদুর সত্যিই দেখার মতো ছবি। ভিকির অভিনয় দেখে আমি অভিভূত। ভিকিকে মার্শাল শ্যাম মানেকশের চরিত্রে দারুণ মানিয়েছে। পুরো সিনেমাটা দেখে মনে হচ্ছিল যেন আসল মানেশকে দেখছি। ইতিহাস জানার জন্য সব প্রজন্মের এই ছবিটা দেখা উচিত।” পাল্টা ভিকিও এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। ছবির ক্যাপশনে অভিনেতা লেখেন, “আমার ছেলেবেলার প্রিয় তারকা আমার ছবি দেখলেন।ছবিটির প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। এটা আমি সারাজীবন মনে রাখব।”