নতুন ভূমিকায় সারা, বড় আপডেট দিলেন পিতা শচীন
কিছুকাল আগে শুভমান গিলের (Shubman Gill) সঙ্গে শচীন তেন্ডুলকরে (Sachin Tendulkar) কন্যা সারার (Sara Tendulkar) সম্পর্ক নিয়ে নানান গুজব ছড়িয়েছিল। এ নিয়ে মাঠে বিব্রত হতে হয়েছে গিলকে। এবার নিজের সন্তানকে নিয়ে বড় আপডেট দিলেন স্বয়ং শচীন। তবে প্রেম-বিবাহ জাতীয় কিছু নয়, ভারতীয় ক্রিকেটের ঈশ্বর সারার কর্মজীবন নিয়ে খবর দিলেন। তিনি জানিয়েছেন, শচীন তেন্ডুলকর ফাউন্ডেশনের (Sachin Tendulkar Foundation) ডিরেক্টর পদে বসেছেন সারা।
সোশ্যাল মিডিয়া পোস্টে লিটল মাস্টার লিখেছেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার মেয়ে সারা তেন্ডুলকর ডিরেক্টর হিসেবে এসটিএফ ইন্ডিয়ায় (STF India) যোগ দিয়েছে।” শচীন আরও জানান, ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছেন সারা। এবার ক্রীড়া, স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষার মাধ্যমে ভারতকে শক্তিশালী করে তোলার জার্নি শুরু করলেন তিনি।
সম্প্রতি মা অঞ্জলির সঙ্গে উদয়পুরের এক প্রত্যন্ত গ্রামে গিয়েছিলেন শচীন-কন্যা। ওই গ্রামের দরিদ্র, পিছিয়ে পড়া মানুষদের জন্য স্বাস্থ্য পরিষেবা দেয় শচীনের স্বেচ্ছাসেবী সংস্থা। এছাড়া ওই গ্রামে বানানো হয়েছে ফুলওয়াড়ি, যেখানে শিশুদের পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা প্রদান করা হয়। ওই গ্রামের মূল্যবান অভিজ্ঞতার কথা নিজেই শেয়ার করেছিলেন সারা। এবার আরও গুরুত্বপূর্ণ দায়িত্বভার নিলেন তিনি।