সলমনের পর শাহরুখকে খুনের হুমকি
সলমন খানের (Salman Khan) পর এবার পাখির চোখ শাহরুখ খান (Shahrukh Khan)। খুনের হুমকি পেলেন বি-টাউনের (Bollywood) ‘বাদশা’। সূত্রের খবর, হুমকি মিলেছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে। বৃহস্পতিবার সেই মর্মে অভিযোগ দায়ের হয়েছে মুম্বইয়ের বান্দ্রা থানায়। এই নিয়ে আবারও এক বলিউড তারকা খুনের হুমকি পেলেন। কে বা কারা এর নেপথ্যে রয়েছে? তা নিয়ে চলছে তদন্ত। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে মায়ানগরীতে যেভাবে তারকারা নিশানা হয়ে চলেছে , তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে।
মুম্বই পুলিশ সূত্রে খবর, হুমকির বার্তা এসেছে ছত্তীসগঢ় থেকে। মুম্বই পুলিশের একটি দল পৌঁছে গিয়েছে রায়পুর। ফয়জান খান নামে ওই ব্যক্তির তল্লাশি শুরু হয়েছে। ফোন নম্বরটি এখনও পর্যন্ত সক্রিয় আছে বলে জানা গিয়েছে। সেই টাওয়ার লোকেশন ট্র্যাক করেই অভিযুক্ত অবধি পৌঁছবে মুম্বই পুলিশ। কয়েক কোটি টাকার দাবি মেটালে তবেই নিস্তার পাবেন কিং খান দাবি করেছে অভিযুক্ত বলে জানা গিয়েছে।
গত বেশ কয়েকদিন ধরে লাগাতার প্রাণনাশের হুমকি পেয়ে চলেছেন সলমন। তাঁকে খুনের হুমকি দিয়েছেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোই। পাশাপাশি, আরও একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। কয়েক দশক আগের কৃষ্ণসার হরিণ মামলাকে হাতিয়ার করে সলমনকে হুমকি দিয়ে চলেছে বিশ্নোই ও তাঁর গ্যাং। প্রাণে বাঁচতে চাইলে অভিনেতাকে ৫ কোটি টাকা মুক্তিপণ দিতে হবে বলে দাবি জানিয়েছে তারা।