
রজনীকান্তের জীবন এবার বড়পর্দায়
মুম্বই: আসল নাম শিবাজি রাও গায়কোয়াড়, তবে অনুরাগীমহলে তিনি রজনীকান্ত নামেই জনপ্রিয়। অন্নসংস্থানের জন্য কখনও কুলি হয়ে জিনিসপত্র বয়েছেন, কখনও আবার বাসের কন্ডাক্টর হয়ে টিকিট কেটেছেন। জীবনে নানান উত্থান-পতন সামলে আজ তিনি সুপারস্টার, ৪০০ কোটির মালিক। জনপ্রিয় এই সুপারস্টারের কাহিনিই এবার বড়পর্দায় নিয়ে আসছেন সাজিদ নাদিয়াদওয়ালা (Sajid Nadiadwala)। জাতীয় সংবাদমাধ্যমেরে সাম্প্রতিক এক রিপোর্টে সম্প্রতি অনুযায়ী, সাজিদ একটি চুক্তি স্বাক্ষর করেছেন রজনীকান্তের সঙ্গে, তাও যে সে ছবির জন্য নয়। একেবারে অভিনেতার বায়োপিকের জন্য (Rajinikanth Biopic)।
সূত্রের খবর, বিগত কয়েক মাস ধরেই সাজিদ নাকি থালাইভা এবং তাঁর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, যাতে সুপারস্টারের জীবনের কাহিনিতে এতটুকু ফাঁক না থাকে। সাজিদ নাদিয়াওয়ালা নিজেও সম্প্রতি রজনীকান্তের সঙ্গে একটি ছবি শেয়ার করে তাঁদের যৌথ উদ্যোগের বিষয়ে আভাস দিয়েছিলেন। লিখেছিলেন, লেজেন্ডারি রজনীকান্ত স্যারের সঙ্গে কাজ করতে পারা সত্যিই গর্বের ব্যাপার। আমরা দারুণ উচ্ছ্বসিত একটা দুর্দান্ত সফর শুরু করার জন্য।