Placeholder canvas
কলকাতা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

Reception Party | Sunny Deol Son Karan | সানি দেওলের ছেলের রিসেপশন পার্টিতে চাঁদের হাট !

Updated : 19 Jun, 2023 11:13 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

মুম্বই: করণ দেওল-দৃশা আচার্যর রিসেপশন পার্টি ছিল চাঁদের হাট। আমির খান থেকে শুরু করে সলমন খান উপস্থিত ছিলেন অনেক বলি-স্টার। করণ-দৃশার রবিবারের রিসেপশন পার্টিতে সপরিবারে হাজির হয়েছিলেন দীপিকা পাডুকোন -রণবীর সিং। বলিউড এই যুগলের লুক তারকা খচিত রিসেপশন পার্টিতে সকলের নজর কেড়েছিল। দীপিকা এবং রণবীরকে সন্ধেবেলা পার্টিতে দেখা যায়। দুজনে হাত ধরাধরি করে অনুষ্ঠানে আসেন। অভিনেতার পরনে ছিল সাদা শেরওয়ানি এবং ম্যাচ করা প্যান্ট। সঙ্গে ছিল সানগ্লাস। অন্যদিকে দীপিকাকে দেখা যায় একটি কালো আনারকলিতে। মনোরম পরিবেশে তারা যোগদান নাচে- গানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কপিল শর্মা।নাতি করণের রিসেপশন পার্টিতে উপস্থিত ছিলেন ধর্মএন্দ্রও।


প্রসঙ্গত, উল্লেখ্য বাঙালি পরিচালক অনীক দত্তের ভাগ্নি দৃশা। মুম্বইয়ের অভিজাত হোটেলে বসেছিল তাদের বিয়ের আসর। সেদিন ধর্মেন্দ্র-নাতি কারণ দেওয়াল পরেছিলেন ক্রিম রঙের শেরওয়ানি এবং দৃশা লাল লেহেঙ্গা। পাঞ্জাবি বিয়ে হয়েছিল তাঁদের। সলমন-আমির ছাড়াও উপস্থিত ছিলেন সুনীল শেট্টি, শত্রুঘ্ন সিনাহ, জ্যাকি শ্রফ। ছেলেকে নিয়ে উপস্থিত ছিলেন ববি দেওল, অভয় দেওল।
গোটা অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন সানি দেওল স্বয়ং। দীর্ঘদিনের বন্ধু এবং প্রেমিকার সঙ্গে গাছছাড়া বাঁধলেন করণ।