Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

প্রথম দিনে বক্স অফিসে কত আয় হল টাইগার ৩-র?

Updated : 13 Nov, 2023 5:48 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: ১২ নভেম্বর দীপাবলিতে (Diwali) মুক্তি পেয়েছে সলমন খান (Salman Khan) এবং ক্যাটরিনা কাইফ (Katrina kaif) অভিনীত ‘টাইগার ৩’ (Tiger 3)। আর এই ছবির হাত ধরে ফের একবার বড় পর্দায় সলমান-ক্যাটরিনার অ্যাকশন-রোম্যান্স। টাইগারের প্রথম দুই পর্বের সাফল্যের পর তৃতীয় ভাগ নিয়ে ভাইজান ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল একেবারে তুঙ্গে। অগ্রিম টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও নজির গড়েছে এই ছবি। তবে, দিপাবলিতে মুক্তির প্রথম দিনে বক্স অফিসকে কতটা আলোকিত করল ‘টাইগার ৩’?

একাধিক ট্রেড রিপোর্ট অনুযায়ী ‘টাইগার ৩’-র প্রথম দিনে ভারতের বক্স অফিস কালেকশন ৪৪.৫০ কোটি টাকা। হিন্দি ভাষা থেকে টাইগারের ঝুলিতে এসেছে ৪১.৩২ কোটি টাকা। বাকি টাকার কালেকশন অন্য ভাষা থেকে। দিওয়ালি রিলিজ টাইগার ৩-র প্রথম দিনের সর্বোচ্চ আয় হয়েছে মুম্বই থেকে। দ্বিতীয়, তৃতীয় ঐআর চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে দিল্লি এনসিআর, পুনে ও বেঙ্গালুরু। উল্লেখ্য, ভারতে মোট পাঁচ হাজার ৫০০ টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘টাইগার ৩’।