Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

Kisi Ka Bhai Kisi Ki Jaan | অবশেষে ওটিটিতে ভাইজান

Updated : 16 Jun, 2023 10:54 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

মুম্বই : জুম্মাবারে ভক্তদের দারুণ সুখবর দিলেন ভাইজান সলমন খান(Salman Khan)।অভিনেতা জানালেন, অবশেষে ওটিটি প্ল্যাটফর্মে(Ott Platform) মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি কিসি কা ভাই কিসি কি জান(Kisi Ka Bhai Kisi Ki Jaan)।বক্সঅফিসে(Box Office) মোটামুটি সাফল্য পেলেও মোটেও সলমনের প্রত্যাশা পূরণ করতে পারেনি এই ফ্যামিলি রোম্যান্টিক ড্রামা ফিল্ম(Family Romantic Drama Film)।১২৫ কোটির কিসি কা ভাই কিসি কি জান ছবির বক্সঅফিস কালেকশন ১৮২ কোটির মতো।ফরহাদ সামজির(Farhad Samji) পরিচালনায় এই জমজমাট ছবিতে রোম্যান্টিক এবং অ্যাকশন হিরো,দুই অবতারেই দেখা গিয়েছে সলমনকে। নায়িকার চরিত্রে নজর কেড়েছেন অভিনেত্রী পূজা হেগড়ে(Puja Hegde)।পাশাপাশি মুখ্যভূমিকায় রয়েছেন ভেঙ্কটেশ দগ্গুবতী,ভূমিকা চাওলা,ভাগ্যশ্রী(Venkatesh Daggubati,Bhumika Chawla,Bhagyashree)।ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা জগপতি বাবু এবং জনপ্রিয় বক্সার বিজেন্দর সিং(Jagpati Babu & Bijender Singh)।ছবিতে দেখা গিয়েছে সিদ্ধার্থ নিগম,শেহনাজ গিল,রাঘব জুয়েল(Siddharth Nigam,Shehnaz Gill,Raghav Juyal) সহ একঝাঁক নবীন অভিনেতা-অভিনেত্রীকে। ক্যামিও রোলে নজর কেড়েছেন আর আর আর তারকা রামচরণ(Ramcharan)। বড়পর্দা থেকে কিসি কা ভাই কিসি কি জান বিদায় নিয়েছে অনেকদিন হল।এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ছবি।আগামী শুক্রবার থেকেই শুরু হয়ে যাবে ছবির স্ট্রিমিং। সোশ্যাল মিডিয়ায় কিসি কা ভাই কিসি কি জান-এর নতুন মোশন পোস্টার প্রকাশ্যে এনে এমনটাই জানালেন ভাইজান।

ওটিটি দুনিয়ায় কবে আত্মপ্রকাশ করবেন সলমন খান,সেই নিয়ে ভক্তমহলে জল্পনার শেষ নেই।কিছুদিন আগেই জানা গিয়েছিল একটি জনপ্রিয় ওটিটি মারফত ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন ভাইজান।সলমনের ডেবিউ ওয়েব সিরিজের গল্প নাকি একটি জমজমাট অ্যাকশন থ্রিলার।ইতিমধ্যেই নাকি সিরিজের চিত্রনাট্য পড়ে ভীষণ পছন্দ করেছেন চুলবুল পাণ্ডে।অভিনয় করতে রাজিও হয়ে গিয়েছেন তিনি।শোনা যাচ্ছে,ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি বদ্ধ হয়েছেন সল্লুমিঞা।ওয়েব সিরিজের পাশাপাশি ওটিটির জন্য ছবিও তৈরি করবে সলমন খানের সংস্থা।বেশ কিছু ছবি ও সিরিজে অভিনয়ও করবেন তিনি।বলিপাড়ায় গুঞ্জন খুব শীঘ্রই নাকি ওটিটির ডেবিউ প্রজেক্টের জন্য কাজ শুরু করবেন ভাইজান।তবে তার আগে ওটিটিতে আসছে কিসি কা ভাই কিসি কি জান।এই ছবি দিয়েই ওটিটির নতুন জার্নি শুরু করবেন সল্লু ভাইজান।আগামী শুক্রবার থেকেই ছবির স্ট্রিমিংও শুরু হয়ে যাবে।বক্সঅফিসে কিসি কা ভাই কিসি কি জান মোটামুটি সাফল্য পেয়েছে।এবার ওটিটি রিলিজের পর কেমন ফল করে সলমনের ছবি এখন সেটাই দেখার।