ট্রেলার দেখে বড় হিটের ঘোষণা সলমনের
Updated : 28 Mar, 2024 10:47 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
মুম্বই: সদ্য মুক্তি পেয়েছে, ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ (Bade Miyan Chote Miyan) ছবির ট্রেলার। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবির ট্রেলারে দেখা গেল ভরপুর অ্যাকশনের ঝলক। ট্রেলারে অক্ষয়-টাইগারকে দেশের জন্য নিবেদিত প্রাণ হিসাবে তুলে ধরা হয়েছে। তাঁদের বলতে শোনা গেল আমরা আমাদের বন্ধুত্বের জন্য আমাদের জীবন উৎসর্গ করতে পারি আবার একে অপরের জীবনও নিতে পারি।
Tags: