Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

নতুন বছরে পর্দায় জুটি বাঁধতে চলছেন তিন খান

Updated : 16 Dec, 2024 3:05 PM
AE: Samrat Saha
VO: Bhaswati Das
Edit: Aiyushe Maity

বলিউডে (Bollywood) তাঁদের বয়স প্রায় তিন দশক ছুঁই ছুঁই। বলিউডে তাঁরাই তিন খান। শাহরুখ (Shahrukh Khan), সলমন (Salman Khan) ও আমির (Amir Khan)। এখনও পর্যন্ত একসঙ্গে কোনও ছবিতে কাজ করেননি তাঁরা। যদিও খানভক্তদের বহুদিনের ইচ্ছে এই সুপারস্টার জুটিকে একসঙ্গে পর্দায় দেখবে। এবার দর্শকদের সেই আশা পূরনের মূখে। সুখবর দিলেন তিন খান।

দুবাইয়ের সৌদি আরবের রেড সি ফেস্টিভ্যালে হাজির হয়েছিলেন আমির। সেখানে ”মি.পারফেকশনিস্ট’কে সম্বর্ধনা দেওয়ার সময় বলেন, মাস ছয়েক আগে শাহরুখ ও সলমনের সঙ্গে আড্ডায় বসেছিলেন। সেই আড্ডায় এক ছবিতে কাজ করার প্রসঙ্গ তোলেন আমির।

অভিনেতা বলেন, ‘এটা খুব অন্যায় হবে যদি একটিও ছবিতে একসঙ্গে জোট বেঁধে আমরা তিনজন দর্শকের সামনে হাজির না হই। শোনামাত্রই আমার সঙ্গে সহমত হন সলমন এবং শাহরুখ দু’জনেই!”

অভিনেতা আরও জানান,”তাঁরা দু’জনেই জানিয়েছেন এমন ছবিতে তাঁরাও ভীষণ আগ্রহী যেখানে আমরা তিনজনে একসঙ্গে অভিনয় করতে পারব। আমি আশাবাদী, এই ছবি তৈরি হওয়া নিয়ে। বলা ভাল, আমরা তিনজনেই। এমন একটি গল্প-চিত্রনাট্য আসার অপেক্ষায় রয়েছি যা আমাদের তিনজনের জন্য একেবারে ঠিকঠাক।” তবে কী একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে তিন খানকে?