Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

আংটি বদল থেকে সংগীত, বাগদান সারলেন সন্দীপ্তা-সৌম্য

Updated : 4 Dec, 2023 4:51 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: বিয়ের মরশুম শুরু হতেই একের পর এক সুখবর আসতে শুরু করেছে। টলিউড (Tollywood) জুড়ে এখন বিয়ের সানাই বাজছে। কিছুদিন আগেই আইনি বিয়ে সেরেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। বিয়ে করেছেন শ্রীপর্ণা এবং শুভজিৎ। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টেলিভিশনের সকলের প্রিয় দুর্গা অর্থাৎ অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen) এবং সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। আগামী ৭ ডিসেম্বরেই শহরের এক বিলাসবহুল রিসর্টে বিয়ে সারতে চলেছেন এই জুটি। তবে তার সপ্তাহখানেক আগেই বাগদান পর্ব সারলেন সন্দীপ্তা-সৌম্য। বালিগঞ্জের কাছে একটি বাগানবাড়িতে এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভালবেসে দুজন দুজনকে আংটি পরিয়ে দিয়েছেন। নানা ধরনের ফটোশ্যুট থেকে শুরু করে ছোটখাটো মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

ছবিতে দেখা যাচ্ছে, যুগলে একইরকম ম্যাচিং পোশাক পরেছিলেন। সাদা লেহেঙ্গায় এদিন সন্দীপ্তাকে বেশ মানিয়েছিল। সৌম্যের পোশাকেও ছিল রঙমিলান্তি। সব মিলিয়ে জমজমাট গোটা অনুষ্ঠান। সন্দীপ্তার ঘনিষ্ট মানুষেরা উপস্থিত হয়েছিলেন এদিনের অনুষ্ঠানে। অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।