শ্যুটিং সেটে আহত সঞ্জয় দত্ত, মাথায় পড়ল সেলাই
কলকাতা: শ্যুটিং সেটে গুরুতর আহত (Injured) হলেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt )। ব্যাংককে শ্যুটিং করতে গিয়ে ঘটে এই বিপত্তি। বলিউড সূত্রে জানা গিয়েছে, এক মারপিটের দৃশ্যে শুট করতে গিয়ে মাথায় আঘাত পান অভিনেতা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তিনি সুস্থ রয়েছেন বলে জানা যাচ্ছে। হাসপাতাল থেকে ফিরে ফের শ্যুটিং-এ যোগ দেন অভিনেতা।
সম্প্রতি থাইল্যান্ডে ‘ডাবল ইস্মার্ট’-এর শুটিং শুরু করেছিলেন সঞ্জয় দত্ত। যে ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করবেন দক্ষিণী তারকা রাম পোথিনেনি। পরিচালক জগন্নাথ পুরী। চলতি বছর জুলাই মাসেই ‘ডাবল ইস্মার্ট’-এর লুক প্রকাশ্যে নিয়ে এসেছিলেন সঞ্জয় দত্ত। এবার সেই সিনেমার তুখড় অ্যাকশন সিকোয়েন্সের শুট করতে গিয়েই আহত হলেন সঞ্জয় দত্ত। জানা যায়, ছবির অ্যাকশন দৃশ্যে তরবারি যুদ্ধের দৃশ্যের শুট চলছিল। সেখানেই আচমকা চোট পান মাথায়। এরপর রক্তাক্ত অবস্থাতেই তড়িঘড়ি হাসপাতালে ছুটতে হয় সঞ্জয় দত্তকে। বেশ কয়েকটা সেলাই পড়ে তাঁর মাথায়। তবে নিজের জন্য শুটিং থামিয়ে রাখেননি অভিনেতা।
উল্লেখ্য, কয়েকদিন আগেই শোনা গিয়েছিল এক শুটিং সেটে বোমা ফাটার জন্য চোট পান সঞ্জয় দত্ত। যদিও এই খবরের সত্যতা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছিল। সেই শুটিং সেটে বিস্ফোরণ হয়েছিল ঠিকই তবে তাতে সঞ্জয় দত্ত পাননি। ভক্তদের আশ্বস্ত করে নিজেই সেই খবর সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন অভিনেতা। সব ঠিক থাকলে ২০২৪ সালের মার্চ মাসে মুক্তি পাবে ‘ডাবল ইস্মার্ট’। এছাড়াও তাঁর হাতে রয়েছে- ‘লিও’, ‘ওয়েলকাম ৩’, ‘দ্য গুড মহারাজা’, ‘গুড়চড়ি’, ‘বাপ’-এর মতো ছবি।