Placeholder canvas
কলকাতা রবিবার, ২০ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock

নতুন শহরে যীশু-কন্যা সারা কেমন মানিয়ে নিয়েছেন!

Updated : 20 Mar, 2025 4:01 PM
AE: Parvej Khan
VO: Subhangi Mukhopadhay
Edit: Aiyushe Maity

যীশু-নীলাঞ্জনা কন্যা সারা সেনগুপ্ত(Jishu-Neelanjana daughter Sara Sengupta) এখন সর্বভারতীয় পোশাক বিপণির মুখ। কলকাতায় নিজের বাড়ি ছেড়ে পেশার টানে সারা এখন বাণিজ্যনগর মুম্বইতে ব্যস্ত। মডেলিং এর কাজে সারা অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।
কলকাতায় সৃজিত মুখোপাধ্যায়ের(Director Srijit Mukherjee0 ছবির মাধ্যমে বড় পর্দায় এসেছিলেন সারা। তারপর আর তাকে পর্দায় দেখা যায়নি। ইউরোপের বিলাসবহুল ফ্যাশন সংস্থার মডেল হয়েও র্যাম্পে হেঁটেছেন এই টলি স্টারকিড। এমনকি কান্না করছে শোনা যাচ্ছিল যে বলিউডে তিনি যাচ্ছেন ভাইজানের হাত ধরে ক্যারিয়ারে ব্রেক পেতে। কিন্তু সেসব খবরের কোন ভিত্তি ছিল না। কারণ সারা নিজেকে মডেল হিসেবেই প্রতিষ্ঠিত করতে চায়। নানান গুঞ্জনে সারা এবং তার পরিবারের সকলেই মুখে কুলুপ এঁটেছেন। সবে কুড়ির কোটায় পা দিয়েছেন সারা। ২০২৩ সালে মুম্বাইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে রেম্পে হেঁটে সকলের নজর কেড়েছেন আত্মবিশ্বাসী সারা। যেখানে আমন্ত্রিত ছিলেন বিশ্বের শীর্ষ সুপার মডার বেলা হাদিদ এবং জিজি হাদিদও।

প্রসঙ্গত, দেশজুড়ে পোশাক বিপনির বিজ্ঞাপনে মুখ হয়ে উঠেছেন যীশু সেনগুপ্ত- নীলাঞ্জনা সেনগুপ্তর বড় মেয়ে সারা। নতুন শহরে বেশ কিছুদিন কাটিয়েছেন তিনি। কেমন মানিয়ে নিয়েছেন মুম্বই শহরের সাথে! কখন তাকে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায় না। এমনকি বাবা-মায়ের নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক নিয়ম তাকে কখনো কথা বলতে শোনা যায়নি। বাণিজ্য নগরীতে নিজের ক্যারিয়ার তৈরি করতে গেছেন সারা। এখন সেদিকেই মন দিয়েছেন। তবু জানো প্রাচুর্যে ভরা এই শহরে তাকে এক অজানা ভয় তাড়া করে বেড়ায়। চেনা জীবন ছেড়ে নতুন জীবনে পা রাখলে একটু ভয়তো করবেই। এমনটাই ধারণা ভবিষ্যতের প্রতিভাবান মডেল সারার। কাজের জন্য পরিবার বন্ধু পোস্ট সবাইকে ছেড়ে অন্য জীবন মেনে নিতে হয় বৈকি!