হোটেলে নয়, সরস্বতী পুজো করা হবে সন্দেশখালিতেই
সন্দেশখালি: হোটেলে নয়, সরস্বতী পুজো করা হবে সন্দেশখালিতেই। হোটেল থেকে প্রতিমা নিয়ে বেরনোর কথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। কিন্তু সন্দেশখালির নির্দিষ্ট ১৯টি জায়গায় জারি রয়েছে ১৪৪ ধারা। এই পরিস্থিতিতে সুকান্তকে সন্দেশখালি যেতে নিষেধ করছে পুলিশ প্রশাসন। সূত্রের খবর, সুকান্ত সন্দেশখালি যাওয়ার সিদ্ধান্তেই অনড়। তিনি জানিয়েছেন, সরস্বতী প্রতিমা সঙ্গে করেই তিনি সন্দেশখালি রওনা দেবেন। পুলিশ তাঁদের যেখানেই আটকাবে, সেখানেই সরস্বতী পুজো করবেন।
বুধবার তাঁর বসিরহাট এসপি অফিস অভিযানে উত্তপ্ত হয়েছিল গোটা এলাকা। বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের যাওয়ার কথা সন্দেশখালিতে। স্পর্শকাতর নির্দিষ্ট কিছু এলাকা বাছাই করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। জানা গিয়েছে, সন্দেশখালির ১৯টি পৃথক স্পর্শকাতর জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অশান্ত সন্দেশখালিতে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।