Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

টোলে লাইন দিতে হবে না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে

Updated : 28 Mar, 2024 11:13 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: টোলে (Toll) লাইন দিয়ে গাড়ি দাঁড় করিয়ে ট্যাক্স (Tax) আদায় করার ছবিটা হয়তো আর বেশি দিন দেখা যাবে না। এবার নতুন প্রযুক্তির সাহায্যে বিশেষ টোল ব্যবস্থা চালু হতে চলেছে। এজন্য কাজে লাগানো হবে স্যাটেলাইটকে (Satellite)। বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari) বলেন, মন্ত্রক একটি উপগ্রহ-ভিত্তিক টোল সংগ্রহ ব্যবস্থা চালু করবে। যার অধীনে টোলের পরিমাণ কভার করা দূরত্ব অনুসারে নেওয়া হবে। অর্থ সরাসরি ব্যবহারকারীর কাছ থেকে কাটা হবে। তাঁর কথায়, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে এবং আপনি যে পরিমাণ রাস্তা কভার করবেন সেই অনুযায়ী চার্জ করা হবে।

এর ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেন, সিস্টেমটি টোল ট্যাক্স কমাতে এবং যাত্রাকে মসৃণ করতে সাহায্য করবে। এর মাধ্যমে, সময় এবং অর্থ সাশ্রয় হবে। তবে মন্ত্রী অবশ্য নতুন ব্যবস্থা কবে চালু হবে তা স্পষ্ট করেননি। ফলে এটা পরিষ্কার দেশ নতুন টোল ব্যবস্থা দেখতে চলেছে।