Placeholder canvas
কলকাতা সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ |
K:T:V Clock

Kaagaz 2 | Satish Kaushik | মুক্তির অপেক্ষায় প্রয়াত সতীশ কৌশিকের শেষ ছবি ‘কাগজ ২’

Updated : 17 Aug, 2023 5:16 PM
AE: Samrat Saha
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

মুম্বই : মুক্তি পেতে চলেছে প্রয়াত সতীশ কৌশিকের(Satish Kaushik) পরিচালনায় শেষ ছবি কাগজ ২(Kaagaz 2)। ২০২১ সালে অতিমারিকালে ওটিটিতে মুক্তি পেয়েছিল কাগজ(Kaagaz)।যে ছবিতে মুখ্যচরিত্রে দেখা গিয়েছিল অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে(Pankaj Tripathi)। জানুয়ারিতে সেই ছবিরই সিক্যুয়েলের(Sequel) শ্যুটিং পর্ব শেষ করেছেন পরিচালক সতীশ কৌশিক।তারপরই গত ৯ মার্চ প্রয়াত হন বলিউডের এই বিশিষ্ঠ অভিনেতা-পরিচালক।সদ্যই ছবির প্রযোজক রতন জৈন(Ratan Jain) জানিয়েছেন,খুব শীঘ্রই মুক্তি পাবে কাগজ ২।পুরোদমে চলছে ছবির পোস্ট প্রোডাকশন(Post Production)।সতীশজি যে ভাবে ছবিটি তৈরি করতে চেয়েছিলেন,সেই পরিকল্পনা মাফিকই কাগজ ২-র পোস্ট প্রোডাকশন চলছে।এই ছবির মাধ্যমে প্রয়াত সতীশ কৌশিককে শ্রদ্ধার্ঘ(Tribute) জানাতে চান তাঁরা।কাগজ ২-তে মুখ্যভূমিকায় দেখা যাবে অনুপম খের(Anupam Kher),দর্শন কুমার(Darshan Kumar) ও নীনা গুপ্তাকে(Neena Gupta)।ছোট কিন্তু দুর্দান্ত একটি চরিত্রে নজর কাড়বেন সতীশ কৌশিকও।


গত ৯ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বলিউডের অন্যতম চরিত্রাভিনেতা তথা পরিচালক সতীশ কৌশিক।একচেটিয়া ছবিতে অভিনয় করার পাশাপাশি শেষ জীবনে কাগজ ২ ছবির পরিচালনা নিয়েও ব্যস্ত ছিলেন তিনি।২০২১সালে মুক্তি পায় ভারত লাল বিহারীর বায়োপিক কাগজ।না ভূমিকায় যে ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি।নতুন একটি গল্প নিয়ে কাগজ ২ নির্মাণ করছিলেন পরিচালক সতীশ কৌশিক।ছবিতে অভিনয় করেছেন অনুপম খের,দর্শন কুমার,নীনা গুপ্তা ছাড়াও আরও অনেকেই।ছবির শ্যুটিং চলাকালীন ফ্লোরে হাজির রয়েছিলেন সলমন খান।যে নিয়ে শ্যুটিংয়ের সময়ই প্রচারের আলোয় এসেছিল কাগজ ২।সম্প্রতি ছবির অন্যতম প্রযোজক রতন জৈন জানিয়েছেন,কাগজ ২ তাঁদের তরফ থেকে প্রয়াত সতীশ কৌশিককে শ্রদ্ধার্ঘ হতে চলেছে।ছবির পোস্ট প্রোডাকশন চলছে।এবং যে ভাবে সতীশজি ছবিটি নির্মাণ করতে চেয়েছিলেন,সেই ভাবেই তৈরি হচ্ছে কাগজ ২।