নির্বাচন কমিশনার নিয়োগ আইনে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট
Updated : 12 Jan, 2024 8:34 PM
AE: Hasibul Molla
VO: Swarnali Dey
Edit: Silpika Chatterjee
নয়াদিল্লি: ভারতের মুখ্য নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারদের নিয়োগে কেন্দ্র যে আইন প্রবর্তন করেছিল, তাতে স্থগিতাদেশ জারি করল না সুপ্রিম কোর্ট। সিইসি এবং ইসি পদে নিয়োগে যে প্যানেল গঠিত হয়েছে, তাতে দেশের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হয়েছে। সেই আইনে স্থগিতাদেশ দিতে শীর্ষ আদালতে আবেদন করা হয়েছিল।
তবে সর্বোচ্চ আদালত কেন্দ্রকে একটি নোটিস দিয়ে আগামী এপ্রিলের মধ্যে বক্তব্য জানাতে বলেছে। শুক্রবার কংগ্রেস নেতা জয়া ঠাকুরের আবেদনের শুনানিতে সায় দিলেও এই মুহূর্তে স্থগিতাদেশ দিতে অস্বীকৃত হয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের বেঞ্চ একথা জানিয়ে দেয়।
Tags: