নব কলেবরে চ্যাম্পিয়ন্স লিগ, ঘোষিত হল সূচি
Updated : 30 Aug, 2024 5:36 PM
AE: Samrat Saha
VO: Priyanka Banerjee
Edit: Silpika Chatterjee
নব কলেবরে প্রকাশিত হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) সূচি। এ বছর থেকে তুলে দেওয়া হয়েছে চিরাচরিত গ্রুপ পর্ব। তার জায়গায় আনা হয়েছে ‘লিগ ফেজ’। অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে ৩৯ করা হয়েছে। ৩৯ দলকে ভাগ করা হয়েছে চারটি পটে। এক একটি দল প্রতি পটের দুটি করে দলের বিরুদ্ধে হোম-অ্যাওয়ে সিস্টেমে মোট আটটি ম্যাচ খেলবে। আটটি ম্যাচই হবে আলাদা আলাদা প্রতিপক্ষের বিরুদ্ধে।
কোন দল কাদের বিরুদ্ধে লিগ ফেজে খেলবে তা ঠিক করে নেওয়া হল প্রযুক্তির সাহায্যে। এদিন সূচি ঘোষণার অনুষ্ঠানে এই টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) পুরস্কৃত করা হয়। তিনিই সফটওয়্যারের বোতাম টিপে লিগ ফেজের দামামা বাজিয়ে দিলেন।
Tags: