Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

পড়ুয়াদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নয়, বার্তা স্কুল শিক্ষা দফতরের

Updated : 24 Aug, 2024 8:35 PM
AE: Hasibul Molla
VO: Priyanka Banerjee
Edit: Silpika Chatterjee

কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্তরের মানুষ আন্দোলনে নেমেছেন। এমনকী কলেজ থেকে স্কুল পড়ুয়ারাও প্রতিবাদে সামিল হয়েছেন। শুধুমাত্র শহরে নয়, এর গণ্ডি ছাড়িয়েছে জেলাস্তরেও। এমন সময়েই রাস্তায় নেমে আন্দোলনে পড়ুয়াদের অংশগ্রহণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিল নবান্নের সর্বোচ্চ মহল।

স্কুল চলাকালীন সময়ে কোনও পড়ুয়ায কোনওরকম রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না বলে স্পষ্ট জানিয়েছে স্কুল শিক্ষা দফতরের কমিশনার। কেউ যদি এই নির্দেশ অমান্য করে, চাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই ওই নির্দেশিকা রাজ্যের সমস্ত জেলার ডিপিএসসি, প্রাইমারি ও সেকেন্ডারি ডিআইদের কাছে পাঠানো হয়েছে।