জরাজীর্ণ স্কুল, ৪টি ক্লাস একই ঘরে
বালুরঘাট: স্কুলে মোট চারটি ক্লাস রুম থাকলেও তিনটে রুমে করা যায় না ক্লাস। আদিবাসী অধ্যুষিত গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা বেহাল। একপ্রকার বাধ্য হয়েই একটি রুমেই চলছে সব শ্রেণির পড়ুয়াদের ক্লাস। স্কুলের বেহাল অবস্থার কারণে ক্লাসরুমের ছাদের চাঙড় খসে পড়ছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন পড়ুয়া থেকে শিক্ষক ও রাধুনিরা। ঠিক এমনই বেহাল দশা বালুরঘাট ব্লকের সীমান্তবর্তী চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের চিঙ্গিশপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের। অবস্থা এমনই ওই স্কুলে ভয়ে পড়ুয়াদের পাঠাচ্ছেন না অভিভাবকদের একাংশ। ক্রমেই স্কুলে কমছে পড়ুয়াদের সংখ্যা।
এদিকে যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও স্কুল বিল্ডিং সংস্কারে কোনও উদ্যোগী নিচ্ছে না সংশ্লিষ্ট দফতর। যা নিয়ে স্থানীয় এলাকায় অভিভাবক ও গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। যদিও স্কুলের তরফে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার জানানো হয়েছে বলেই জানিয়েছেন তাঁরা। এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা স্কুল পরিদর্শক(প্রাথমিক) সানি মিশ্র।