তুমুল বৃষ্টি, স্কুল ছুটি মাদুরাইয়ে
চেন্নাই: বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু্ (Tamilnadu)। কয়েকদিন ধরে তামিলনাড়ুর মাদুরাই (Madurai) জেলায় অস্বাভাবিক বৃষ্টির (Rainfall) জেরে বিপর্যস্ত হয়ে পড়ে। সে কারণে বুধবার জেলাশাসকের নির্দেশে ওই জেলার সমস্ত স্কুলে ছুটি (School Holiday) ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে, বৃষ্টির কারণে একাধিক এলাকায় ভুমিধসের ঘটনাও ঘটেছে।
জানা গিয়েছে, এদিন সকাল থেকে বিভিন্ন অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির খবর পাওয়া যায়। ভারী বৃষ্টিপাতের কারণে ডিন্ডিগুল, নীলগিরির জেলাশাসকরা জরুরি ভিত্তিতে আজ স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছেন। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় আজ সকালে কোয়েম্বাটুরের কুঞ্জপ্পা-পানাইয়ের কাছে রাস্তায় একটি ভূমিধসের ঘটনা ঘটে। ধসের কারণে যানচলাচল বন্ধ হয়ে যায় রাস্তায়। পাশাপাশি কারুর, পশুপথিপালায়ম তাদাভালাগা এলাকায় বৃষ্টির কারণে জল জমে গিয়েছে।
তামিলনাড়ু সরকারের তরফে গত ৪ নভেম্বর চেন্নাই, মাদুরাই সহ একাধিক জেলায় স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী দুদিন পর স্কুল খুলবে বলে জানানো হয়। কিন্তু বৃষ্টির পরিমাণ না কমায় স্কুল বন্ধ রাখতে বাধ্য হল মাদুরাইয়ের জেলাশাসক।