Placeholder canvas
কলকাতা বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

নন্দনে ব্রাত্য ‘কালিয়াচক চ্যাপ্টার ১’, গর্জে উঠলেন পরিচালক

Updated : 9 Aug, 2024 5:04 PM
AE: Krishnendu Ghosh
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

২ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাতুল মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘কালিয়াচক চ্যাপ্টার ১’ (Kaliachak Chapter 1)। ছবিতে ক্রাইম, থ্রিলার, ড্রামা- এই তিন শব্দেই জোর দিয়েছেন পরিচালক। কালিয়াচক হত্যাকাণ্ডের স্মৃতিটি ফিরে এসেছে পর্দায়। ক্রাইম, অ্যাকশন, থ্রিলারে ভরপুর এই ছবিতে নতুন মুখের আধিক্য বিশেষ ভাবে লক্ষ্যণীয়। ছবির মুখ্য ভূমিকায় দর্শকদের নজর করেছেন সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর অসীম আখতার। ছবিতে পুলিশের ভূমিকায় নজর কেড়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)।

মুক্তির পর থেকেই কলকাতা সহ জেলার একাধিক সিঙ্গেল স্ক্রিনে ব্যাপক সাড়া ফেলেছে এই ছবি। কিন্তু তিলোত্তমার বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র নন্দনে (Nandan) ঠাঁই পেল না ‘কালিয়াচক চ্যাপ্টার ১’। তার তাতেই গর্জে উঠলেন পরিচালক রাতুল মুখোপাধ্যায় (Ratool Mukherjee)। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লিখেছেন, “নন্দনে ‘কালিয়াচক চ্যাপ্টার ১’ দেখানো যাবে না, কারণ ছবি নাকি খুব ভায়োলেন্ট।” সেই পোস্টেই এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাতুল।