Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

অভিষেকের সেবাশ্রয়ের উদ্যোগে প্রাণে বাঁচল ৭ বছরের শিশু

Updated : 10 Jan, 2025 3:03 PM
AE: Samrat Saha
VO: Subhangi Mukhopadhyay
Edit: Mousumi Biswas

ডায়মন্ড হারবার: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি করা হয়েছে সেবাশ্রয় ক্যাম্প। আর সেখানেই প্রাণে বাঁচল সাত বছরের এক শিশুর প্রাণ। যাতে অভিষেক বন্দোপাধ্যায়ের ধন্য ধন্য করছেন সবাই।

কী হয়েছিল সেই শিশুর?

খেলতে খেলতে অসাবধনাবসত ৭ বছরের এক শিশুর গলায় আটকে যায় একটি কয়েন। আর তারপরেই শ্বাস প্রশ্বাস আটকে প্রাণঘাতির অবস্থা হয় তার। তড়িঘড়ি সেই শিশুকে নিয়ে যাওয়া হয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের উদ্যোগে তৈরি সেবাশ্রয় ক্যাম্পে। সেখানে গিয়েই প্রাণে বাঁচল সেই শিশু।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিনামূল্যে ‘ সেবাশ্রয় ‘ স্বাস্থ্যশিবির খোলা হয়। এক সপ্তাহ হতে না হতেই এই শিবির থেকে ১ লক্ষের বেশি মানুষ ইতিমধ্যেই কোন খরচা ছাড়া চিকিৎসা পরিষেবা পেয়েছেন। সেবাশ্রলয় থেকে শিশুর প্রাণ রক্ষার পর , তার বাবা তিনি বলেন, ‘ প্রথমে ছেলের গলায় কয়েন আটকে গেলে তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় সেবাশ্রয়তে। ওরাই শিশুর গলা থেকে কয়েন বের করেন, এবং তারপর স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ‘।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন শুভ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার সকল মানুষ।