স্পর্শকাতর ১৯টি এলাকা নির্দিষ্ট করে ১৪৪ ধারা জারি সন্দেশখালিতে
Updated : 14 Feb, 2024 7:28 PM
AE: Hasibul Molla
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee
সন্দেশখালি: মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালি জুড়ে ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছিল প্রশাসন। এ বার স্পর্শকাতর নির্দিষ্ট কিছু এলাকা বাছাই করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। জানা গিয়েছে, সন্দেশখালির ১৯টি পৃথক স্পর্শকাতর জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অশান্ত সন্দেশখালিতে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
সন্দেশখালি থানার সাতটি গ্রাম পঞ্চায়েতের ১৯টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বসিরহাট মহকুমাশাসকের নির্দেশে মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিট থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর করা হয়েছে এই ১৪৪ ধারার নির্দেশ। যদিও চালু রয়েছে ইন্টারনেট পরিষেবা। বেড়মজুর ১ গ্রাম পঞ্চায়েতটিকে ১৪৪ ধারার আওতার বাইরে রাখা হয়েছে।
Tags: