
Dev | Seuli Saha | দেবের ভাই বিক্রম অধিকারীর নামে এফআইআর দায়ের শিউলি সাহার
মেদিনীপুর: অভিনেতা-সাংসদ দেবের (Dev) ভাই বিক্রম অধিকারীর নামে এফআইআর (FIR) করলেন বিধায়িকা শিউলি সাহা (Seuli Saha)। কেশপুর থানায় অনলাইনে অভিযোগ করেন তিনি। শিউলি সাহার দাবি, “বিরোধী রাজনৈতিক দলের প্ররোচনায় দল ও তাঁকে ম্যালাইন করার চেষ্টা করেছে বিক্রম অধিকারী। তিনি যে অভিযোগ করেছিলেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিক।”
সরকারি আবাস যোজনায় কাটমানি দিতে হয়েছে ঘাটালের অভিনেতা সাংসদদের ভাই বিক্রম অধিকারীকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই খবর। দেবের জ্যেঠুর ছেলে বিক্রম অধিকারী। তিনি অভিযোগ জানান, অভিনেতার সঙ্গে তাঁর সম্পর্কের দোহাই দিয়ে ‘সেটেলমেন্ট’ করছেন তৃণমূল নেতারা। তাদের টাকা না দিলে মিলছে বাড়ি। সাংসদের ভাইয়ের মুখে এই অভিযোগে রীতিমত তোলপাড় রাজ্য রাজনীতি।
এদিকে, এই ইস্যুকে হাতিয়ার করেই ময়দানে নামে বিজেপি। ঘাটাল শহর জুড়ে দেবের বিরুদ্ধে পোস্টার। অভিনেতা সাংসদ দেবের ভাইকে কাটমানি দিতে হলে সাধারণ মানুষের অবস্থা কী হবে? বিক্রম অধিকারীর আবাস যোজনার টাকা কেন নেওয়া হয়েছে? প্রশ্ন তুলে শিউলি সাহা, দেবের কাছে উত্তর চাওয়া হয়েছে পোস্টারে।