Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

টাকার টোপ, বিধায়ক ভাঙাতে চাইছে বিজেপি, অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের

Updated : 27 Jan, 2024 10:53 PM
AE: Samrat Saha
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: ফের বিজেপির (BJP) বিরুদ্ধে বিধায়ক ভাঙানোর চেষ্টা করার অভিযোগ তুলল দিল্লির আম আদমি পার্টি (AAP)। এজন্য প্রচুর টাকার টোপ দেওয়া হয়েছে বিধায়কদের (MLA)। আপের সাত বিধায়ককে কিনতে ২৫ কোটি টাকার টোপ দিয়েছে বিজেপি। অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। তাঁর স্পষ্ট অভিযোগ, সরকারকে ফেলতে বিধায়ক কেনাবেচার চেষ্টা করছে বিজেপি। শনিবার কেজরিওয়াল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে তিনি বলেন,  আমাদের দলের সাত বিধায়ককে কিনতে ২৫ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব করেছে বিজেপি। এই বিষয়ে তাঁর কাছে রেকর্ড রয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, ৭০ আসনের দিল্লি বিধানসভায় ম্যাজিক ফিগার ৩৬। সেখানে আপের বিধায়ক রয়েছে ৬২। বিজেপির বিধায়ক রয়েছেন আট জন। এর আগে অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছিলেন, পঞ্জাবের ১০ বিধায়ককে কেনার চেষ্টা করছে বিজেপি। এই টাকার টোপ দেওয়ার সঙ্গে তিনি আরও বলেন, আপ বিধায়কদের বোঝানো হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হবেন। তখন সরকার ভেঙে যাবে। ওই বিধায়করা টাকাও পাবেন আবার বিজেপির টিকিটে দাঁড়াতেও পারবেন। তবে এই বিষয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।