জনতা জনার্দনকে ফের নির্বাচনী পাঠ পড়ালেন কিং খান
মুম্বই: ‘জওয়ান’ (Jawan) ছবিতে নির্বাচনী আবহে সঠিকভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের কথা বলেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। শিখিয়েছিলেন কীভাবে ঠিক-ভুল বিচার করে কে সঠিক প্রার্থী তা বোঝার কথা। ৫ বছরের জন্য যখন কাউকে সরকারে আনতে আমরা ভোট দিই, তখন তাকে যাচাই করা উচিত। তার দৌলতে আদৌ বেকারত্ব ঘুচবে কিনা, শিক্ষার অধিকার পাওয়া যাবে কিনা কিংবা পরিবারের সদস্যদের কেউ অসুস্থ হলে সঠিক চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে কিনা? এইসব বিচার্য বিষয়গুলির কথা উঠে এসেছিল ছবিতে। আর এবার লোকসভা ভোটের আবহে ফের বিশেষ বার্তা দিলেন কিং খান।
সোমবার পঞ্চম দফার ভোটের (Loksabha Elections 2024 5th Phase) মাত্র কয়েকঘন্টা আগে এক্স হ্যান্ডেলে বলিউড বাদশা লিখেছেন, “একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আগামী সোমবার আমাদের ভোট দিতে যাওয়া উচিত। চলুন ভারতীয় হিসেবে আমাদের দায়িত্ব পালন করি এবং আমাদের দেশের সর্বোত্তম স্বার্থকে মাথায় রেখে ভোট দিই। জনস্বার্থে আপনারাও সকলে ভোটের অধিকার প্রচার করুন।”