Placeholder canvas
কলকাতা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

জন্মদিনে আচমকা ধুমপান ছাড়ার সিদ্ধান্ত, কিং খানের প্রশংসায় মুখর নেটপাড়া

Updated : 4 Nov, 2024 6:53 PM
AE: Krishnendu Ghosh
VO: Subhangi Mukhopadhyay
Edit: Susmita Dey

Scrollবিনোদন

বলিউডের (Bollywood) একনম্বর সুপারস্টার তিনি। ভালো বাবা, ভালো স্বামী, মেয়েদের সম্মান করেন, তুখোড় পরিশ্রমী- শাহরুখ খানকে (Shahrukh Khan) ভালোবাসার কারণের বোধহয় অভাব নেই। শুধু একটাই বদ অভ্যেস। অভিনেতা একেবারে চেন স্মোকার। দিনে ১০০টি সিগারেট খাওয়ার রেকর্ডও রয়েছে। এবার ৫৯ তম জন্মদিনে আচমকাই ধুমপান ছাড়ার কথা ঘোষণা করলেন কিং খান।

সারাদিন কাজের ফাঁকে শাহরুখ ব্ল্যাক কফি আর সিগারেট খেয়ে থাকেন। সুপারস্টারের চেন স্মোকিং নিয়ে চিন্তার ভাঁজ ভক্তদের কপালে। শনিবার ছিল অভিনেতার ৫৯তম জন্মদিন। এদিন ভক্তদের সঙ্গে খোশ আড্ডা দিতে গিয়ে শাহরুখ জানান যে তিনি ধূমপান করা ছেড়ে দিয়েছেন।

এক ভক্তের প্রশ্নের উত্তরে শাহরুখ জানান, ‘আমি জানিয়ে রাখি আমি ধূমপান ছেড়ে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম ধূমপান ছেড়ে দিলে হয়ত শ্বাসকষ্ট হতে পারে। কিন্তু তেমন কোনও সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, আচমকা এত বড় বদল আসায়, একটু অসুবিধা হচ্ছে। আশা করছি, এই সমস্যা তাড়াতাড়ি কেটে যাবে’। শাহরুখের এই ঘোষণা শুনেই হাততালি ও আনন্দে ফেটে পড়েন অভিনেতার ভক্তরা।

এবার নিরাপত্তাজনিত কারণে মন্নতের ছাদ থেকে ভক্তদের সঙ্গে দেখা করেননি বলিউডের বাদশাহ। বাবা সিদিক্কি মারা যাওয়ার পর একের পর এক থ্রেট কল পেয়ে চলেছেন বলিউডের নামী তারকারা। তাই শনিবার বিকেলবেলায় সাদামাটা পোশাকেই শাহরুখ পৌঁছে যান বান্দ্রার বালগন্ধর্ব রং মন্দিরে। শাহরুখ খানের এক ফ্যানক্লাবের পক্ষ থেকেই এই আয়োজন করা হয়েছিল। একান্তে ভক্তদের সঙ্গে জন্মদিন পালন করেন বলিউডের বেতাজ বাদশা। এক ভিডিওতে উঠে আসে ধুমপান ছাড়ার প্রসঙ্গ।

Tags: