Jawan | Shahrukh Khan | প্রথম দিনেই বাদশাহী বাজিমাত, দর্শক-সমালোচকদের মন জয় করল ‘জওয়ান’
মুম্বই : বৃহস্পতিবার সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড়পর্দায় মুক্তি পেল জওয়ান(Jawan)।ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে ফার্স্ট উইকেন্ডের অধিকাংশ শো-য় নাম লিখিয়েছে হাউসফুলের তালিকায়।ভোর পাঁচটা থেকে মাঝ রাত পর্যন্ত শো রেখেও দর্শককে পর্যাপ্ত টিকিট দিতে ব্যর্থ সিঙ্গল স্ক্রিন(Single Screen) ও মাল্টিপ্লেক্স(Multiplex) গুলি।গোটা দেশের মতো শহর কলকাতাতেও জওয়ান নিয়ে দর্শকের মধ্যে উন্মাদনা রয়েছে তুঙ্গে ভোর থেকেই শহরের সমস্ত হলে দেখা গিয়েছে চোখে পড়ার মতো ভীড়।সকাল সকাল জওয়ান দেখে সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সৃজিৎ মুখোপাধ্যায়(Srijit Mukherjee),নীল ভট্টাচার্য(Neel Bhattacharya),তৃণা সাহারা(Trina Saha)। ছবিতে ডবল রোলে শাহরুখকে দেখে দর্শক মুগ্ধ তো বটেই।দারুণ নজর কেড়েছেন নয়নতারা(Nayanthara),দীপিকা পাডুকোন(Deepika Padukone),বিজয় সেতুপতিরাও(Vijay Sethupathi)।পাঠান-এর বক্সঅফিসের সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে জওয়ান।প্রথম দিনেই অন্তত ৭০ কোটিরও বেশি টাকার ব্যবসা করবে বলেই অনুমান বলিউড বিশেষজ্ঞদের।