Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এবার একসঙ্গে শাহরুখ-সলমান

Updated : 31 Aug, 2023 6:52 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: আর মাত্র তিন মাসের অপেক্ষা। ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival) শুরু হতে যাচ্ছে আগামী ৫ ডিসেম্বর থেকে। প্রতিবারের মতো এবছরও এক সপ্তাহ ধরে চলবে এই উৎসব। দেশ বিদেশের ছবি প্রদর্শিত হবে একাধিক সিনেমাহলে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিবছরই হাজির থাকেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, বাংলা ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান(Shah Rukh Khan)। এবছর তাঁদের সঙ্গে মঞ্চে থাকবেন সলমান খান(Salman Khan) ও অনিল কাপুরও। বুধবার মুম্বইয়ে সাংবাদিকদের সামনে এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

মুখ্যমন্ত্রী বলেন, ‘কলকাতায় বড় করে চলচ্চিত্র উৎসব হয়। অমিতাভ বচ্চনজি না এলে তো আমাদের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবই হবে না। আমি আমন্ত্রণ জানিয়ে এসেছি। শাহরুখ, সলমনও আসবেন, অনিল কাপুরও হ্যাঁ বলেছেন। মহেশ ভাটজিও আসেন।’ এদিকে, বুধবার অমিতাভ বচ্চনের জলসায় গিয়ে বচ্চন পরিবারের সঙ্গে আড্ডা দেওয়ার পাশাপাশি বিগ বি-কে রাখিও পরিয়েছেন মমতা। শুধু তাই নয়, দুর্গাপুজোয় কলকাতায় আসার আমন্ত্রণও জানিয়েছেন তিনি। 

উল্লেখ্য, এ বছর মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধার্ঘ্য জানানো হবে। দেখানো হবে মৃণাল সেনের বেশকিছু ছবি। তবে শুধুমাত্র মৃণাল সেন নন, এবছর ট্রিবিউট জানানো হবে বলিউডের ম্যাটিনি আইডল দেব আনন্দকে। এবছরও কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যানের পদে থাকছেন রাজ চক্রবর্তী। ইতোমধ্যেই কিফের ওয়েবসাইটে ছবি জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ছবি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অগস্ট।