
দ্বিতীয় দিনে ‘জওয়ান’ বক্স অফিসে কত আয় করল? জানলে চমকে যাবেন
কলকাতা: ‘পাঠান’-এর সাফল্যের ন’মাসের মাথায় রিলিজ হয়েছে ‘জওয়ান’। পাঠান-এর থেকে সব রেকর্ড ইতিমধ্যেই ছাড়িয়ে যেতে বসেছে জওয়ান-এর সাফল্য। প্রথম দিনের আয় তো সব হিসাব ওলটপালট করে দিয়েছিল। প্রথম দিনে ৭৫ কোটি টাকা আয় হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম। তাই দ্বিতীয় দিনে কীরকম আয় হয় সেদিকে সবার নজর ছিল। তবে দ্বিতীয় দিনে আয় বেশ কিছুটা কমেছে। সমস্ত ভাষা মিলিয়ে ৫৩ কোটি টাকা আয় করেছে ‘জওয়ান’। অর্থাৎ, ভারতের বাজারে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন ২২ কোটি টাকা কম আয় করেছে এই ছবি। প্রথম দিনে এই ছবি বিশ্বব্যাপী ১৫০ কোটি টাকা ঘরে তুলেছে।
দেশ জুড়ে তো বটেই, ‘জওয়ান’ জ্বরে কাবু কলকাতাও। শুক্রবার কাকভোর থেকেই প্রেক্ষাগৃহগুলির সামনে দীর্ঘ লাইন। সময়ের তোয়াক্কা না করেই শাহরুখ-বন্দনায় মজে শহরবাসী। ছবির আয়েও সেই উত্তেজনার প্রতিফলন। সূত্রে খবর, সারা বাংলা জুড়ে প্রায় ১১০০টি শো পেয়েছে ‘জওয়ান’। প্রথম দিনেই পশ্চিমবঙ্গ থেকে ছবিটির আয় প্রায় ৪ কোটি টাকা। শাহরুখ যে আরও একবার নিজেই নিজের রেকর্ড ভাঙলেন, তা আর বলার অপেক্ষা রাখে না।