সামান্থার সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ!
২০২৩-এ বক্স অফিসে বাজিমাত করেছিল অ্যাটলি (Atlee Kumar) পরিচালিত শাহরুখ অভিনীত জওয়ান। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, বলিউডের (Bollywood) সব রেকর্ড ভেঙে ‘জওয়ান’-ই একেবারে এক নম্বর। বি-টাউন সূত্রে খবর, ‘জওয়ান’-এ দক্ষিণী সিনে দুনিয়ার লেডি সুপারস্টার নয়নতারার (Nayanthara) সঙ্গে জুটি বাঁধার পর এবার সামান্থা রুথ প্রভুর (Samantha Ruth Prabhu) সঙ্গে পর্দায় দেখা যাবে বলিউড বাদশাহ শাহরুখ খানকে (Shah Rukh Khan)।
ছবির পরিচালনা করবেন রাজকুমার হিরানি (Rajkumar Hirani)। ‘ডাঙ্কি’-র পর ফের একসঙ্গে কাজ করবেন রাজকুমার ও শাহরুখ। যদিও এই ছবি সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে সূত্রের খবর, রাজকুমার ও শাহরুখ জুটির নতুন ছবি অ্যাকশন, রহস্য ও দেশাত্মবোধে ভরপুর হবে। ইতিমধ্যেই কিং খানের আসন্ন এই ছবি সম্পকে ব্যাপক আলোচনা শুরু হয়েছে নেটপাড়ায়। চলতি বছরের শেষেই ছবির শুটিংয়ের কাজ শুরু করবেন কিং খান, এমনটাই জানা যাচ্ছে।