Placeholder canvas
কলকাতা শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

এক সিনেমায় শাহরুখ-সলমন! ২২ নভেম্বর রিলিজ, আচমকা বড় ঘোষণা পরিচালকের

Updated : 14 Nov, 2024 5:21 PM
AE: Samrat Saha
VO: Subhangi Mukhopadhyay
Edit: Dipa Naskar

মুম্বই: প্রায় ৩০ বছর পর আবার প্রেক্ষাগৃহে ফিরছে শাহরুখ খান ও সলমন খানের ব্লকবাস্টার ছবি ‘করণ অর্জুন’। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি পরিচালনা করেছেন রাকেশ রোশন এবং সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তাঁর ছেলে হৃতিক রোশন। এই সিনেমাটি বলিউডের এক কালজয়ী ক্লাসিক। সেই কারণে এই ছবি এখনও দর্শকের হৃদয়ে বিরাজমান। আগামী ২২ নভেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাচ্ছে। সিনেমার ফের মুক্তি পাওয়া উপলক্ষে সলমন খান তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে সিনেমার কিছু স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে শাহরুখ খান, সলমন খান, রাখী ও ওমরেশ  পুরির বিখ্যাত কিছু দৃশ্য। সলমন এই ভিভিওর ক্যাপশনে লিখেছেন, “ সিনেমাটির বিশ্বব্যাপী ২২শে নভেম্বর পুনরায় মুক্তি পাচ্ছে।”

হৃতিক রোশনও তাঁর ইনস্টাগ্রামে একই ভিডিও শেয়ার করে সিনেমার পেছনের কিছু অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, ১৯৯২ সালের এক বিকেলে বাড়িতে চিত্রনাট্য নিয়ে আলোচনার সময় হঠাৎই তাঁর বাবার মাথায় একটা নতুন আইডিয়া আসে। তিনি যখন দৃশ্যটির বর্ণনা করছিলেন, তখন তিনি বলেন, “তারপর বাবা চিৎকার করে বলছিলেন, ভাগ অর্জুন! ভাগ অর্জুন!” হৃতিক আরও বলেন, সেই মুহূর্তে উপস্থিত সবাই যেন কোনও সিনেমা হলে বসে হাততালি দিচ্ছিলেন। হৃতিক জানান যে, তিনি ১৭ বছর বয়সে প্রথমবারের মতো সেই উল্লাস অনুভব করেছিলেন। হৃতিক রোশন বলেন, “৩০ বছর পর আমি আর অপেক্ষা করতে পারছি না এই ক্লাসিক সিনেমাটিকে আবার প্রেক্ষাগৃহে দেখার জন্য। কারণ, ২২শে নভেম্বর থেকে বিশ্বব্যাপী করণ অর্জুন আবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।”