Placeholder canvas
কলকাতা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock

৩৫ বছর পর ফের পর্দায় ‘ফৌজি’

Updated : 17 Oct, 2024 7:19 PM
AE: Paramita Sen
VO: Swarnali Dey
Edit: Silpika Chatterjee

কলকাতা: ৩৫ বছর পর ফের পর্দায় শাহরুখের (Shah Rukh Khan) ‘ফৌজি (Fauji)। ‘ফৌজি ২’ দেখা যাবে দূরদর্শনে। ১৯৮৯ সালে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত হিন্দি ধারাবাহিক ‘ফৌজি’ (Fauji serial sequel)। এই ধারাবাহিকে অভিনয়ের পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি বলিউডের বাদশাকে। মঙ্গলবার নির্মাতারা ঘোষণা করেছেন। এবার এই ধারাবাহিকটির সিকুয়েল তৈরি হচ্ছে। ধারাবাহিকে থাকছে একাধিক চমক। তবে সেই পুরনো গল্প নয়, বরং সিক্যুয়েলেই ফিরছে ফৌজি। জনপ্রিয় এই ধারাবাহিকের সিক্যুয়েলে শাহরুখকে কি দেখা যাবে দর্শকদের মহলে ঘুরছে এই প্রশ্ন। ৩৫ বছর আগের সেই ধারাবাহিকই ফের পর্দায় ফিরতে চলেছেন। আর এবার শাহরুখের জায়গায় রয়েছে ভিকি জৈন। সঙ্গে গওহর খান। সম্প্রতি প্রকাশ্যে এল এই ধারাবাহিকের ঝলক। নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছে, ভিকি ও গওহর ছাড়াও ১২জন নতুন অভিনেতাকে এই ধারাবাহিকে দেখবেন দর্শক।