Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ |
K:T:V Clock

শাহিদ-পূজার দীর্ঘ চুম্বনদৃশ্য নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি!

Updated : 29 Jan, 2025 4:51 PM
AE: Samrat Saha
VO: Anannya Ghosh
Edit: Mousumi Biswas

শাহিদ কাপুরের আসন্ন ছবি ‘দেবা’তে তাঁকে একজন পুলিশের চরিত্রে দেখা যাবে। সম্প্রতি দিল্লিতে ছবির প্রচারে উপস্থিত ছিলেন এই বলিতারকা ও তাঁর ছবির নায়িকাপূজা হেগড়ে। এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করলেন ‘আপনি তো এই ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করছেন,আপনার বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে কী অভিমত’? তাঁর ছবির প্রসঙ্গ থেকে সরে গিয়ে এমন প্রশ্ন তিনি যে খুব একটা পছন্দ করেছেন তা নয়। তাই তিনি সটাং নিয়ে দিয়েছেন এই ছবিটা আমি সিকিউরিটি গার্ডের চরিত্রে ছিলাম না।
যাই হোক, আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে ‘দেবা’। ব্লকবাস্টার ‘কবীর সিং’ এরপর সেই অর্থে শাহিদের ছবি যে দর্শকরা খুব একটা নিয়েছে তা নয়। শাহিদের ‘দেবা’তে ‘কবীর সিং’য়ের কোনও প্রভাব নেই বলে বলিউড হিরো জানিয়ে দিয়েছেন। দুটো আলাদা ছবি। যদিও ‘কবীর সিং’ সিনেমায় শাহিদ কাপুরকে যেমন ‘রাফ অ্যান্ড টাফ’ রূপে দেখেছেন দর্শকরা। ‘দেবা’ সিনেমার ট্রেলারেও খানিকটা তেমন লুকে দেখা যায় তাঁকে।তাছাড়া ‘কবীর সিং’ এও রয়েছে চুম্বনের দৃশ্য।

অ্যাকশন থ্রিলার ঘরনার এই ছবিতে শাহিদ কাপুরের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। ছবিতে একটি বিশেষ মুহূর্তে এই জুটির চুম্বনের দৃশ্য রয়েছে।এ নিয়ে সেন্সর বোর্ডে উঠেছে আপত্তির ঝড়। তাই সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশান অর্থাৎ CBFC ছবিটিকে U/A । ছবিটিতে তিনটি পরিবর্তনের কথা বলা হয়েছিল।

ছবিতে শাহিদ-পূজার দীর্ঘ চুম্বন দৃশ্য নিয়ে আপত্তি তুলেছিল সেন্সর বোর্ড। নির্দেশ অনুযায়ী, চুম্বন দৃশ্যের দৈর্ঘ্য ৬ সেকেন্ড কমানো হয়েছে। ‘অশ্লীল অঙ্গভঙ্গি’র দৃশ্য যথাযথভাবে পরিবর্তন করতে হবে বলে জানানো হয়েছে।সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে বলিউডের অভিনেত্রীদের আপত্তি নেই। অনেকেই চরিত্রের প্রয়োজনে চুম্বনের দৃশ্যে অভিনয় করতে রাজি। বলিউডের অনেকে চুম্বনের দৃশ্যে অভিনয়ে স্বছন্দ্য একাধিক জায়গায় অত্যন্ত ‘অশ্লীল’ শব্দ ব্যবহার করা হয়েছে। তার কিছুটা পরিবর্তন করতে হবে। সেইসঙ্গে সা