Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে, নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে

Updated : 6 Mar, 2024 8:56 PM
AE: Samrat Saha
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: তৃণমূলের বহিষ্কৃত নেতা শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) সিবিআইয়ের (CBI) হাতে তুলে দিতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশই জারি রাখল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিল তৃণমূল সরকার। বুধবার বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ জানিয়ে দেয় ধৃত নেতাকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করতে হবে পুলিশকে।

উল্লেখ্য, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগননমের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ধৃত শাহজাহানকে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দিতে হবে। বিকেল ৪টের মধ্যে তুলে দেওয়ার নির্দেশ দেয়। মঙ্গলবার বিকেলে শাহজাহানকে হেফাজতে নিতে ভবানী ভবনে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। তদন্তের নথিও তাঁদের হাতে নেওয়ার কথা ছিল। শেষমেশ শাহজাহনকে হাতে না পেয়েই ভবানীভবন ছাড়তে হয় তাঁদের। সিআইডির যুক্তি ছিল, রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে গিয়েছে। তাই মামলাটি বিচারাধীন।