
বড় পর্দায় শাহরুখ-রশ্মিকা!
মুম্বই: দক্ষিণের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। যদিও এখন তাঁর পরিচিতি কিন্তু দক্ষিণের দর্শকের মধ্যেই সীমাবদ্ধ নেই। আল্লু অর্জুনের বিপরীতে ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে অভিনয় করে পরিচিতি পায় রশ্মিকা। ছবিতে দক্ষ অভিনয়ের পাশাপাশি ‘সামি সামি’ গানে নাচ দেখে মুগ্ধ হয়েছে আসমুদ্রহিমাচল। তবে তাঁর ব্যাক্তিগত সম্পর্কও কিন্তু বেশ চর্চায় থাকে। দক্ষিণী বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় তারকা বিজয় দেবরাকন্ডা্র সঙ্গে। তাঁদের সম্পর্ক নিয়ে কিন্তু অনুরাগীদের মধ্যে উৎসাহ চরমে।
এমনকি, বিজয়ের প্রেম জীবন বিষয়ে তথ্য পেতে মুখিয়ে থাকেন তাঁর মহিলা অনুরাগীরাও। তাঁদের সবাইকে চমকে দিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে বিজয় ঘোষণা করলেন, বিয়ে করতে এ বার প্রস্তুত তিনি। এ বার শুধু উপযুক্ত সঙ্গিনীর খোঁজ চলছে। দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউড, বিজয় এবং রশ্মিকার প্রেমের গুঞ্জন কিন্তু সর্বত্রই। জনসমক্ষে সম্পর্ক নিয়ে মুখ না খুললেও, প্রায় সকলেরই একটা ধারনা, তাঁরা চুটিয়ে প্রেম করছেন।
এদিকে রাশ্মিকা এরই মধ্যে বলিউডে পা রেখেছেন। বলিউড সূত্রের খবর, এবার বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে চলেছেন ন্যাশানাল ক্রাশ। শোনা যাচ্ছে, শাহরুখের সঙ্গে তাঁকে সিনেমায় দেখা যাবে না। বরং একটি বাণিজ্যিক বিজ্ঞাপনে দেখা যাবে তাঁদের। যশ রাজ ফিল্মসের স্টুডিওতে তাদের একসঙ্গে দেখা গিয়েছে। এদিন এক টুইটে রাশ্মিকা লেখেন, শাহরুখ খান ভারতীয় সিনেমায় সৌন্দর্যের প্রতীক। আমি একটি বিজ্ঞাপনে তার সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। আমার একটি স্বপ্ন সত্যি হল।
এদিকে রাশ্মিকা ‘গুডবাই’ সিনেমায় বিগ বি’র সঙ্গে কাজ করে বলিউডে অভিষেক করেছেন। তারপর সির্ধাত মালহোত্রার সঙ্গেও একটি কাজ করেছেন এই দক্ষিনী সুন্দরী। এছাড়াও তাঁর পরবর্তী হিন্দি সিনেমা আসছে। সুদীপ রেড্ডি ভাঙা পরিচালিত ছবির নাম ‘অ্যানিমেল’। এই সিনেমায় রাশ্মিকার বিপরীতে অভিনয় করছেন বলিউডের হার্টথ্রব রণবীর কাপুর। জানা গিয়েছে, আগামী ১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবিটি।