Placeholder canvas
কলকাতা সোমবার, ২৪ মার্চ ২০২৫ |
K:T:V Clock

ভিসা জটিলতা কাটিয়ে ভারতে শাকিব খান

Updated : 24 Oct, 2023 5:20 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: বাংলাদেশ–ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘দরদ’। ২০ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের বেনারস ও এলাহাবাদে শুটিং শুরুর কথা ছিল এই ছবির। তার আগে ১৫ অক্টোবর ভারতের মুম্বাইতে (Mumbai) যাওয়ার কথা ছিল শাকিব খানের (Shakib Khan)। সেখানে তাঁর লুকসেট হওয়ার কথা। কিন্তু ভিসা জটিলতার কারণে সেখানে যেতে পারেননি তিনি। অবশেষে, সব জটিলতা কাটিয়ে ভারতের ভিসা পেলেন শাকিব। ভিসা পেয়েই মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।

রবিবার রাতে শাকিব খান সহ দেশের ১৫ জন শিল্পী ভারতীয় ভিসা হাতে পেয়েছেন। এদিনই নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্টে এ তথ্য জানান পরিচালক অনন্য মামুন। তিনি লেখেন, আমরা সহজ জিনিসগুলো জটিল করে তুলে ধরতে পছন্দ করি। আর সেটা যদি হয় সুপারস্টার শাকিব খান তাহলে তো কথাই নেই। টেকনিক্যাল কারণে শুটিং প্ল্যানে একটু পরিবর্তন এলো, আর শিরোনাম হয়ে গেল ‘ভিসা জটিলতায় আটকে গেলেন শাকিব খান’। আসলে পুরো বিষয়টা ভিন্ন। যে যার মতো করে ভেবে নিয়ে বসে আছে।