Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

শরদ পওয়ার ওবিসি! সার্টিফিকেট নিয়ে তুমুল চাঞ্চল্য

Updated : 14 Nov, 2023 8:34 AM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

মুম্বই: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক স্কুল সার্টিফিকেট যা দাবি করছে, শরদ পওয়ার (Sharad Pawar) ওবিসি (OBC) সম্প্রদায়ভুক্ত। এই নিয়েই রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পওয়ারের দল এনসিপি (NCP) অবশ্য সাফ জানিয়েছে, ওই সার্টিফিকেট ভুয়ো, তিনি ‘মারাঠা’। সাম্প্রতিককালে মহারাষ্ট্রে মারাঠা সংরক্ষণের দাবি উঠেছে, ফলে বিতর্ক জোরদার হয়েছে।

শরদের কন্যা সুপ্রিয়া সুলে (Supriya Sule) ‘ওবিসি’ দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, “এটা কারও দুষ্টুমি। শরদ পওয়ার যখন দশম শ্রেণিতে পড়তেন তখন ইংলিশ মিডিয়াম স্কুল কোথায় ছিল? এটা সবার ভাবা দরকার।” পওয়ার-সমর্থক বিকাশ পাসালকরও (Vikash Pasalkar) তাঁর নেতার ওবিসি হওয়ার দাবি নস্যাৎ করেছেন। তিনি পওয়ারের স্কুল ছাড়ার সার্টিফিকেট দেখিয়েছেন, তাতে পওয়ারকে ‘মারাঠা’ সম্প্রদায়ভুক্ত হিসেবে লেখা।