Placeholder canvas
কলকাতা সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ |
K:T:V Clock

অ্যাটলির ছবিতে একসঙ্গে শাহরুখ-বিজয়!

Updated : 15 Nov, 2023 5:25 PM
AE: Abhijit Roy
VO: Ananya Ghosh
Edit: Silpika Chatterjee

মুম্বই: জওয়ান মুক্তির আগে, শাহরুখ খানের ছবিতে ‘বিজয়’কে ক্যামিও করার বিষয় নিয়ে অনেক গুজব ছিল। সেই সময় বলা হয়েছিল যে, দক্ষিণী তারকা চেন্নাইতে একটি গোপন শিডিউলের জন্য শ্যুট করেছিলেন। যেখানে ‘জিন্দা বান্দা’ গানটি চিত্রায়িত হয়েছিল।

জওয়ান মুক্তি পাওয়ার পর জল্পনা ছিল যে, দুই সুপারস্টার ফের অ্যাটলি পরিচালিত একটি ছবিতে অভিনয় করছেন! এখন, পরিচালক নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন, যে তিনি উভয় তারকাকে নিয়ে একটি ছবির স্ক্রিপ্টে কাজ করছেন।