শাহরুখকে দেখে একি কাণ্ড করলেন নিরাপত্তারক্ষী!
Updated : 2 Dec, 2023 9:13 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
কলকাতা: পরনে কালো শার্ট, কালো জ্যাকেট, কালো ট্রাউজার। চোখে কালো রঙের রোদচশমা। মুম্বই বিমানবন্দরে হাজির শাহরুখ। বাদশাকে সামনে দেখে পাপারাজ্জিদের হইচই। সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে বিমানবন্দরে নিরাপত্তা অফিসারের সামনে সমস্ত পরিচয়পত্র দেখাতে ব্যস্ত শাহরুখ।
সেলেব সুলভ আদব কায়দা না দেখিয়ে ধৈর্য ধরে পুলিশ ভেরিফিকেশনের সমস্ত প্রক্রিয়া শেষ করলেন শাহরুখ। কিন্তু অফিসার, পরিচয়পত্রের সঙ্গে শাহরুখের মুখ মিলিয়ে দেখেই যাচ্ছিলেন। অফিসারের কাণ্ড দেখে শাহরুখ শুধু মিষ্টি হেসেছেন। এসআরকের এমন ভিডিও দেখেই আপ্লুত তার অনুরাগীরা।
Tags: