Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ |
K:T:V Clock

তারাপীঠে পুজো দিয়ে তিহারে অনুব্রতর সঙ্গে দেখা করবেন, জানালেন শতাব্দী

Updated : 5 Jun, 2024 8:24 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

বীরভূম: দু’লক্ষের কাছাকাছি ভোটে জয়লাভ করার পর তারাপীঠে পুজো দিয়ে তিহারে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে যাবেন বলে জানালেন বীরভূম লোকসভা কেন্দ্রের নির্বাচিত চতুর্থ বারের সাংসদ শতাব্দী রায়। অপ্রত্যাশিত ভোটের লিড। এক লক্ষ ৯৬ হাজার ৮৯৯ ভোটে প্রতিপক্ষ বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে হারিয়ে রেকর্ড গড়েছেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দি রায়। বুধবার সপরিবারে বীরভূমের শক্তি পিঠ হিসেবে পরিচিত তারাপীঠে পুজো দিলেন তিনি।

লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হওয়ার পর তারাপীঠে মা তারাকে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন। ব্যাপক ভোটে জেতার পর আবার মা তারাকে পুজো দিলেন তৃণমূলের জয়ী প্রার্থী শতাব্দী। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শতাব্দী জানান, বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর সঙ্গে আমি দেখা করতে যাব।