হাসিনার জয়ে ভারতের মুখে হাসি কেন?
ঢাকা: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুজিবুর রহমান-কন্যা শেখ হাসিনা টানা চারবার ঢাকার মসনদে বসতে চলায় আন্তর্জাতিক মহলে সাড়া পড়ে গিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামি লিগের বিরোধীহীন জয়ের পরেই দলনেত্রীকে অভিনন্দন জানিয়েছে চীন। এছাড়াও এই তালিকায় রয়েছে প্রতিবেশী দেশ তথা স্বাধীন বাংলাদেশের রূপকার ভারত। রাশিয়াসহ সাত দেশের রাষ্ট্রদূত হাসিনাকে অভিনন্দনবার্তা পাঠিয়েছে।
আজ, সোমবার সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা। তিনি নির্বাচনে জয়লাভ করায় শেখ হাসিনাকে ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। হাসিনা সরকারের নতুন মেয়াদে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলেও সাক্ষাতে আশা প্রকাশ করেন প্রণয় বর্মা।